ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে রথযাত্রা

প্রকাশিত: ০০:২৪, ৬ জুলাই ২০১৬

মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে রথযাত্রা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে রথযাত্রা উৎসবে সনাতন ধর্মালম্বীদের মিলন মেলায় পরিনত হয়। আজ বুধবার বিকালে বৃষ্টি উপেক্ষা করেই শতশত পূর্নার্থী রথযাত্রায় অংশ নেয়। ইদ্রাকপুর লক্ষী নারায়ণ মন্দির থেকে বিকালে রথাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। মন্দির প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে অভিজিৎ দাস ববির সভাপতিত্বে আর অংশ নেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী। এ উপলক্ষে শহরের ইদ্রাকপুর লক্ষী নারায়ণ মন্দিরে রথযাত্রার পুজা হয় এবং অসংখ্য ভক্তরা রথের দড়ি ধরে টানেন। মন্দির প্রাঙ্গনে বসেছে মেলা। মেলায় তক্তি বিস্কেটসহ নানা ধরনের সামগ্রীর পসরা বসেছে। নানা স্থান থেকে লোকজন এতে অংশ নেয়। এদিকে শহরের কেন্দ্রীয় কালী মন্দির থেকে আরেকটি রথযাত্রা বের হয়। এতে এই অথিথি ছাড়াও সমর কুমার ঘোষ ও দুলাল মন্ডল প্রমুখ অংশ নেন। শান্তি শৃঙ্খলা বাজায় রাখতে প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও সদ্য গঠিক সেচ্ছাসেবক কমিটি এই রথযাত্রা সুষ্ঠুভাবে আয়োজনে ভূমিকা রাখে। এছাড়া শ্রীনগর, টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুরসহ জেলার বিভিন্ন স্থানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই উল্টো রথযাত্রা উৎসব হবে। #
×