ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে হাজারো ভক্তের ঢল

প্রকাশিত: ২৩:৫৪, ৬ জুলাই ২০১৬

নওগাঁয় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে হাজারো ভক্তের ঢল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ॥ আজ বুধবার নওগাঁ শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বুড়াকালি মাতার পুজোমন্ডপ প্রাঙ্গনে প্রতিবছরের মত এবারেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট কাদা-জল উপেক্ষা করে হাজার হাজার ভক্তের ঢল নামে এই উৎসবে। কালিতলা বুড়াকালি মাতার পুজো মন্ডপে সকাল ১০টায় রথে প্রথম টান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি রশি টেনে রথযাত্রার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বুড়া কালি মাতা পুজো মন্ডপ কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, পৌরসভার স্থানীয় কাউন্সিলর মোঃ মজনু হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম প্রমুখ। প্রায় ২ হাজারেরও বেশী নারী-পুরুষ এই রথ টানে অংশ নেয়। বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় টান। নওগাঁর প্রাচীনতম রথযাত্রা উৎসব পালিত হয় মান্দার বুড়িদহে। সেখানেও দূর-দুরান্ত থেকে ভক্তরা আসেন রথের টানে অংশ নিতে। শাস্ত্রমতে ‘রথের ওপরে খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয়না’। ১৪ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে উল্টোরথ। ওইদিনই রথযাত্রা উৎসবের শেষ হবে। এ ক'দিন চলবে গ্রামীণ মেলা। হরেক রকম জিলেপি আর মিষ্টির দোকান ছাড়াও মহিলাদের প্রসাধনী এবং শিশুদের বেলুন, ব্যাঙ্গের গাড়িসহ বিভিন্ন রকমের খেলনার দোকানে ভরপুর মেলা প্রাঙ্গন। শিশুদের চিত্ত বিনোদনের জন্য মেলায় স্থাপন করা হয়েছে নাগরদোলা ও চড়কি। এসব নাগরদোলা ও চরকিতে বসে শিশুরা বেশ আনন্দ উপভোগ করতে দেখা যায়।
×