ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরের বিভিন্ন এলাকায় আগাম ঈদুল ফিতর পালিত

প্রকাশিত: ২১:৪৫, ৬ জুলাই ২০১৬

 শেরপুরের বিভিন্ন এলাকায় আগাম ঈদুল ফিতর পালিত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ সৌদি আরবের সাথে মিল রেখে এবারও শেরপুরের বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। আজ বুধবার শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনেরচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারাসহ ৭টি এলাকায় পৃথকভাবে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। সকাল সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে পৃথক ওইসব এলাকায় মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেন। প্রত্যেকটি ঈদের জামাতে দেড় থেকে ২শ জনের মতো মুসল্লী অংশ নেয়। ঈদের নামাজের বড় জামাত দু’টি অনুষ্ঠিত হয় সকাল ৮টায় বনগাঁও চতল ও নন্নী মধ্যপাড়ায়। এ ছাড়াও নন্নী মধ্যপাড়ায় পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে মহিলারাও অংশ নেয়। নামাজের পর পারস্পরিক কোলাকোলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে। উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবত শেরপুরের ওইসব এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ পালিত হয়ে আসছে। দিন দিন ওইসব এলাকায় ঈদ পালনকারীর সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।
×