ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেসিদের নুডুলস কিনে দেয়ার টাকাও নেই আর্জেন্টিনার!

প্রকাশিত: ২১:২০, ৬ জুলাই ২০১৬

 মেসিদের নুডুলস কিনে দেয়ার টাকাও নেই আর্জেন্টিনার!

অনলাইন ডেস্ক ॥ একদিকে টানা তিনটি মেজর টুর্নামেন্টের ফাইনালে হেরে সমালোচনার তীর, অন্যদিকে খেলোয়াড়দের অবসর। এই দুইয়ে মিলিয়ে এখন বিপর্যস্ত আর্জেন্টিনার ফুটবল। তাই অনুর্ধ্ব-২০ দলকে নুডুলস কিনে দেওয়ার মত টাকা নেই আর্জেন্টিনার। আর্জেন্টিনা যুব দলের কোচ হুলিও ওলারটিচইচিয়া বলেন, ‘এএফএতে ছেলেদের খাবার কিনে দেওয়ার জন্য কোন টাকা নেই। এমনকি সামান্য নুডুলস কিনে দেওয়ার টাকা পর্যন্ত নেই। এটাই বাস্তবতা।’ ক্লাবগুলোও তাদের খেলোয়াড়দের আর্জেন্টিনার হয়ে খেলতে দিতে চাচ্ছে না কেননা এখানে নেই খাদ্য। খাদ্য না থাকলেও রাজনীতি বেশ ভালোভাবে জেঁকে বসেছে এএফএতে। হুলিও আরো বলেন, ‘আর্জেন্টিনার অনুর্ধ্ব-২০ দলে ৯ জন খেলোয়াড় রয়েছে যারা আর্জেন্টিনার হয়ে খেলতে চাইছে না কারণ এখানে কোন টাকা নেই।’ এর আগে কোপা আমেরিকার সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের খাবার এবং আনুষাঙ্গিক জিনিসপত্র দেওয়ার মত টাকা ছিল না এএফএর। এক প্রকার বাধ্য হয়েই নিজেদের টাকা দিয়ে সবকিছু করেছিল খেলোয়াড়রা।
×