ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষা থেকে বস্ত্রে স্মৃতি ইরানি

প্রকাশিত: ২০:৪৫, ৬ জুলাই ২০১৬

শিক্ষা থেকে বস্ত্রে স্মৃতি ইরানি

অনলাইন ডেস্ক॥ সরকারের দুই বছরের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু বিতর্কের জন্ম দেয়া স্মৃতি ইরানিকে শিক্ষা ও মানব সম্পদের দায়িত্ব থেকে সরিয়ে বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। স্মৃতির স্থলাভিষিক্ত হয়েছেন প্রকাশ জাভেদকর। নবগঠিত মন্ত্রিসভায় যোগ হয়েছে ১৯ নতুন মুখ। সেই সঙ্গে পুরনো পাঁচ মন্ত্রীকে ইস্তফা দেয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। মন্ত্রিসভার নতুন সদস্যরা মঙ্গলবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন। মন্ত্রিসভায় রদবদল হলেও অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো মন্ত্রীদের উপরই আস্থা রেখেছেন মোদী। নতুন ১৯ জনের মধ্যে উত্তর প্রদেশ ও গুজরাট থেকে এসেছেন তিনজন করে। এ দুই রাজ্যে আগামী বিধান সভা নির্বাচনের কথা মাথায় রেখেই মোদী এই পদক্ষেপ নিয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণ।
×