ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা পৌরসভাসহ কলাপাড়ার ৭০ গ্রামে জলাবদ্ধতা

প্রকাশিত: ২০:৩৩, ৬ জুলাই ২০১৬

কুয়াকাটা পৌরসভাসহ কলাপাড়ার ৭০ গ্রামে জলাবদ্ধতা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটা পৌরসভার কুয়াকাটা, পশ্চিম কুয়াকাটা, ফাসিপাড়া ও খাজুরা এলাকার অন্তত পাঁচ হাজার পরিবারের ঈদ উদসব নেই। পশ্চিম আলীপুর বাজার সংলগ্ন পাঁচ ভেন্টের স্লুইসটি ৪৮ নং পোল্ডারের বেড়িবাঁধসহ বিধ্বস্ত হয়ে জোয়ারের পানিতে এসব গ্রাম ডুবে গেছে। মানুষের বাড়িঘর থেকে শুরু করে রান্নার চুলা পর্যন্ত ডুবে গেছে। এসব পরিবারের প্রত্যেককে পৌরসভার পক্ষ থেকে আজ বুধবার দুই কেজি মুড়ি/চিড়া ও গুড় বিতরন করা হয়েছে বলে মেয়র আব্দুল বারেক মোল্লা নিশ্চিত করেছেন। তিনি জানান কোমর থেকে বুক সমান পানিতে ডুবে আছে কুয়াকাটা পৌরসভার অর্ধেকটা। এসব পরিবারের দুরাবস্থার চিত্র এতই বেহাল যে ঈদের নামাজ পড়ার মতো কোন শুকনো মাঠ নেই। মোট কথা কলাপাড়ায় অন্তত ৭০টি গ্রামের প্রায় এক লাখ মানুষ কেউ জোয়ারের পানিতে ভাসছে। আবার কেউ পানিবন্দী হয়ে পড়েছে। এ দুর্দশার যেন শেষ নেই। ঈদের দিনে একটু সেমাই রান্না করে সন্তান সন্তুতি নিয়ে হাসিখুশিতে দিন পার করবে তারও সুযোগ নেই। এসব মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছেন।
×