ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্জেন্টিনা কোচের পদ ছাড়লেন মার্টিনো

প্রকাশিত: ২০:৩৩, ৬ জুলাই ২০১৬

আর্জেন্টিনা কোচের পদ ছাড়লেন মার্টিনো

অনলাইন ডেস্ক ॥ সদ্য সমাপ্ত শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে হারলেও জেরার্ডো মার্টিনোর ওপরই আস্থা রেখেছিলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে হঠাৎ করে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মার্টিনো। মার্টিনো যে আর আর্জেন্টিনার কোচ থাকছেন না বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করে এএফএ। সংস্থাটির দেওয়া বিবৃতিতে বলা হয়, “জাতীয় দলের টেকনিক্যাল কমিটি তাদের পদত্যাগ পত্র গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়, এএফএর নতুন কমিটির কাঠামো নিয়ে অনিশ্চয়তা এবং আর্জেন্টিনার অলিম্পিকের দল গঠন সংক্রান্ত সমস্যার কারণে মার্তিনো ও তার সহযোগীরা পদত্যাগের পথটা বেছে নিয়েছেন। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের পর আলেহান্দ্রে সাবেইয়া চলে যাওয়ার পর মেসিদের দায়িত্ব নেন মার্টিনো। এরপর তার অধীনে দুই বার দলকে কোপা আমেরিকার ফাইনালে তোলেন তিনি। কিন্তু দুই বারই শিরোপা জিততে ব্যর্থ হয় আর্জেন্টিনা। এদিকে, আগামী ৫ অগাস্ট ব্রাজিলের রিও দে জেনোইরোতে শুরু হবে অলিম্পিকের পরের আসর। মার্টিনো চলে যাওয়ায় অলিম্পিকে মিশনে নামার আগে আর্জেন্টিনাকে নতুন কোচের খোঁজে নামতে হবে।
×