ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশের পথে ৯ ইতালীয়র মরদেহ

প্রকাশিত: ০১:৩৯, ৫ জুলাই ২০১৬

দেশের পথে ৯ ইতালীয়র মরদেহ

অনলাইন ডেস্ক॥ গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত ইতালির নয় নাগরিকের মরদেহ দেশে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে একটি বিশেষ বিমান তাদের কফিন নিয়ে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারিও জাইরো। সকালে ঢাকা পৌঁছানোর পর তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। পরে তার সঙ্গে যান গুলশানের হলি আর্টিজান বেকারিতে, যেখানে তিন দিন আগে ভয়াবহ জঙ্গি হামলায় নয় ইতালীয়সহ ২০ জন নিহত হন। গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের ওই বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশি বিদেশি অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়। নিহত নয়জন ইতালিয়ান হলেন- নাদিয়া বেনেদিত্তো, ভিনসেনজো দ আলেস্ত্রো, ক্লদিও মারিয়া দান্তোনা, সিমোনা মন্টি, মারিয়া রিবোলি, আডেলে পুগলিসি, ক্লদিও চাপেলি, ক্রিস্টিয়ান রোসিস ও মারকো তোনডাট। এদের মধ্যে ভিনসেনজো দ আলেস্ত্রো এবং মারিয়া রিবোলি বাদে বাকিরা তৈরি পোশাক শিল্পে জড়িত ছিলেন। ইতালির পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুলশানে সাংবাদিকদের বলেন, “ইতালি ও বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বৈশ্বিক সন্ত্রাসের বিরুদ্ধেও আমাদের অবস্থান থাকবে ঐক্যবদ্ধ।
×