ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা বর্ষণে শেরপুরে ঈদগাহ মাঠে নামাজ আদায় অনিশ্চিত

প্রকাশিত: ০০:০৪, ৫ জুলাই ২০১৬

টানা বর্ষণে শেরপুরে ঈদগাহ মাঠে নামাজ আদায় অনিশ্চিত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ৩ দিনের থেমে থেমে বৃষ্টির কারণে শেরপুরে ঈদগাহ মাঠগুলোতে এবার ঈদুল ফিতরের নামাজ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। সহসাই বৃষ্টি না থামাসহ মাঠ না শুকালে সেই অনিশ্চয়তাও দূর করা সম্ভব নয়। এক্ষেত্রে বাড়তি ঝামেলার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ঈদগাহ মাঠ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাসহ সচেতন মুসল্লীরা। জানা যায়, আবহাওয়ার ভূমিরূপ পরিবর্তন ও নিম্নচাপের কারণে শেরপুর জেলার সর্বত্র রবিবার রাত থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আজ মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে মুষলধারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ওই বর্ষণ সহসাই থেমে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বরং বৃহস্পতিবারও পর্যন্তও টানা বর্ষণ হতে পারে। ফলে ৩ দিনের বর্ষণে জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পড়ে ওঠা ঈদগাহ মাঠগুলো বিশেষতঃ কাঁচামাঠগুলো জলমগ্ন ও স্যাতস্যাতে হয়ে পড়েছে। কাজেই ঈদ বুধবার না হয়ে বৃহস্পতিবার হলেও এবার বৃষ্টির কারণে ঈদের জামাত আদায় করতে দুর্ভোগ পোহাতে হবে মুসল্লীদের। এক্ষেত্রে বৃষ্টি না থামলে এবং কাঁচা মাঠগুলো না শুকালে কোনোমতেই সেগুলোতেই নামাজ আদায় করাও সম্ভব নয়। আর এজন্য বিকল্প হিসেবে নামাজ আদায়ের জন্য বেছে নিতে হবে স্থানীয় মসজিদগুলো। এক্ষেত্রে আবহাওয়ার কারণে বিকল্প হিসেবে জেলা কালেক্টরেট ভবনে প্রধান জামাত অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। বিষয়টি চূড়ান্ত হলে ঈদের আগের রাতে অবশ্যই তা মাইকিং প্রচারণায় জানিয়ে দেওয়া হবে।
×