ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁর পতœীতলায় ব্যবসায়ীকে অপহরনকালে মাইক্রোবাসসহ ৪জন আটক

প্রকাশিত: ২৩:৫৩, ৫ জুলাই ২০১৬

 নওগাঁর পতœীতলায় ব্যবসায়ীকে অপহরনকালে মাইক্রোবাসসহ ৪জন আটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ গতকাল সোমবার সন্ধ্যায় নওগাঁর পতœীতলা উপজেলার মান্দাইন এলাকার ওমর আলী নামে এক ব্যবসায়ীকে অপহরনকালে একটি মাইক্রোবাসসহ ৪ অপহরনকারীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ্দ করা হয়। জানা গেছে, উপজেলার মান্দাইন এলাকার ফতেপুর গ্রামের নূর মোহাম্মদের পুত্র ওমর আলী মান্দাইন বাজারের একজন মুদি ব্যবসায়ী। সে প্রতিদিনের মত তার দোকানে ব্যবসা করার সময় সোমবার সন্ধ্যায় কয়েকজন দূষ্কৃতকারী একটি মাইক্রোবাস নিয়ে তার দোকানের সামনে এসে ওমর আলীকে তার দোকান থেকে ডেকে বের করে নিয়ে জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে অপহরনের চেষ্টাকালে স্থানীয় লোকজন তার চিৎকারে মাইক্রোবাসটি আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অপহরনের খবর পেয়ে উপজেলার বাকরইল মোড়ের লোকজন রাস্তায় বেরিকেট দিয়ে মাইক্রোবাসটি আটকিয়ে অপহৃত ওমর আলীকে উদ্ধার করে এবং গাড়িতে থাকা ৪ অপহরনকারীকে আটক করে। এসময় অপহরনকারীদের আরো ৩/৪জন সদস্য পালিয়ে যায় বলে এলাকাবাসী জানায়। খবর পেয়ে তাৎক্ষনিক পতœীতলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক্রোবাসটি সহ অপহরনকারীদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো, মহাদেবপুর উপজেলার কলোনী পাড়া এলাকার মৃত মনছুরের পুত্র মাকছুদ (৩৯), মৃত ইছাহাকের পুত্র বেলাল হোসেন (৩৫), শরীফ উদ্দীনের পুত্র সোহেল রানা (৩৭) এবং চকদৌলত গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মাইক্রোবাস চালক আলমগীর (৩০)। আটককৃত সাদা মাইক্রোবাসটির নং- চট্টমেট্রো- চ-১১-০৮৯৪। এ ঘটনায় ওমর আলী বাদী হয়ে পতœীতলা থানায় একটি মামলা দায়ের করেছে। এব্যাপারে পতœীতলা থানার অফিসার ইনচার্জ আজীম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ মঙ্গলবার অপরহরনকারীদের আদালতে প্রেরন করা হয়েছে।
×