ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে ঈদের জামাত কোথায় কখন

প্রকাশিত: ১৯:৫২, ৫ জুলাই ২০১৬

রংপুরে ঈদের জামাত কোথায় কখন

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বিভাগীয় নগরি রংপুরে ইদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাঁ মাঠে। আবহাওয়া খারাপ থাকলে এই প্রধান জামাত অনুষ্ঠিত হবে কোর্ট জামে মসজিদে দুই পর্বে সকাল সাড়ে ৯ টায় ও ১০টায়। এ বছর এ জেলায় ৫৮১টি ঈদের জামাত হবে। তবে সকাল ৭টা ৪৫ মিনিটে নগরির প্রথম ঈদের জামাত হবে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে । এছাড়া, মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৯টায় ও দ্বিতীয় জামাত ১০টায়। মন্ডল পাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠে সকাল ৯টায়, ধাপ স্টাফ কোয়াটার জামে মসজিদ মাঠে এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে সিটি করপোরেশনের আয়োজনে নগরির ৫০টি ঈদগাহে নামাজ আদায় হবে সকাল ১১টা পর্যন্ত। এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রংপুর সেনানিবাসের গ্যারিসন মসজিদ ঈদগাহ মাঠে ঈদের জামাত হবে। দায়িত্বরত পুলিশ সদস্যরা পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে সকাল পৌনে ৯টায় ঈদের নামাজ আদায় করবেন।
×