ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

প্রকাশিত: ০৬:১৫, ৫ জুলাই ২০১৬

ঝিনাইদহে জঙ্গীবাদ  বিরোধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ জুলাই ॥ ঝিনাইদহে শ্রীশ্রী রাধা মদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাস গোসাই হত্যাকা-ের প্রতিবাদ জানাতে খুন-ধর্ষণ-জঙ্গীবাদবিরোধী গণআন্দোলনের কেন্দ্রীয় এক প্রতিনিধি দল কাষ্টসাগর মঠে যান। সোমবার সকালে তারা মঠে উপস্থিত হয়ে ভক্তদের কাছে এ হত্যাকা-ের প্রতিবাদ ও শোক জানায়। সে সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি দল মঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে নিহত সেবায়েতের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে মঠের পাশে মধুপুর বাজারে নেতৃবৃন্দ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তৃতা করেনÑ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াজ, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভ, খেলাঘরের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান সাগর ও উদীচীর জামশেদ আনোয়ার, নিমাই গাঙ্গুলী, তারিক হোসেন মিঠুন, হরেন্দ্র নাথ সিং, যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা সভাপতি আবু তোয়াব অপু, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ প্রমুখ। পরে নেতৃবৃন্দ ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। বক্তারা ঝিনাইদহের সেবায়েত শ্যামানন্দ দাস গোসাই, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী ও গুলশানের বিদেশী হত্যাসহ সারাদেশে টার্গেট কিলিংয়ের বিচার দাবি করেন।
×