ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে দফায় দফায় সংঘর্ষ ॥ শিশুসহ আহত ২৫

প্রকাশিত: ০৬:১৫, ৫ জুলাই ২০১৬

সোনারগাঁয়ে দফায় দফায় সংঘর্ষ ॥ শিশুসহ  আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ জুলাই ॥ সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লক্ষিবরদি এলাকায় রবিবার রাতে নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে পুলিশ জানায়। জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের ইউসুফ দেওয়ানের সমর্থক আঃ রশিদ মেম্বার ও সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেওয়ান উদ্দিন চুন্নুর সমর্থক আলী মিয়ার সঙ্গে নির্বাচনের জের ধরে কথা কাটাকাটি হয়। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষই দা, ছোরা, বল্লম, হকিস্টিকসহ দেশী অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আসকর আলী, চেরাগ আলী, শাহিদা বেগম, গোলাপ হোসেন, রহিমা বেগম, করম আলী, হযরত আলী, বাবুল মিয়া, মাহবুব মিয়া, আফরোজা বেগম, হোসনে আরা, লিয়াকত আলী, সোহরাবউদ্দিন ও সগির আহম্মেদসহ ১০ জনের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। গাইবান্ধায় আহত ১১ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজারে রবিবার রাত সাড়ে ১০টায় দু’গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ কনস্টেবল রোকনুজ্জামানসহ উভয়পক্ষের ১১ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। স্থানীয়রা জানান, কোচাশহর ইউনিয়নের বাতপুর গ্রামের জাফর মিয়ার সঙ্গে ও চাঁদপাড়া গ্রামের এনামুল হকের গাঁজা কেনাবেচা নিয়ে শনিবার রাতে হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন রবিবার রাতে জাফর মিয়া চাঁদপাড়া বাজারে গেলে এনামুল তার লোকজন নিয়ে জাফরকে এলোপাতাড়ি মারপিট করে।
×