ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একতাই বল

প্রকাশিত: ০৬:১৩, ৫ জুলাই ২০১৬

একতাই বল

দলবেঁধে কিছু করলে তাতে সাফল্য পাওয়া যায়। বিষয়টি ভালই বোঝে পথে পথে বেড়ে ওঠা টোকাই বা ছিন্নমূল শিশুরা। যে কোন কাজ এরা সাধারণত দলবেঁধেই করে থাকে। বিশেষ করে গাড়ি ধোয়া, সিগারেট বা ফুল বিক্রি এরা সংঘবদ্ধভাবে করে। এমন কোন কাজের আগে ব্যস্ত এই টোকাইরা। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×