ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুরভী-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত

প্রকাশিত: ০১:০৪, ৪ জুলাই ২০১৬

সুরভী-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এমভি সুরভী-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত করা হয়েছে। সোমবার দুপুর একটার দিকে বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান এম মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, দুর্ঘটনা কারও কাছে কাম্য নয়। সোমবার ভোরে যে দুর্ঘটনা ঘটেছে সেজন্য আমরা ব্যথিত। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর কারণ তদন্ত করে দেখা হবে। প্রাথমিকভাবে সুরভী-৭ লঞ্চের রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদিকে, রুট পারমিট স্থগিত করায় এ লঞ্চের সোমবারের যাত্রাও বাতিল করা হয়েছে। এতে ঢাকা থেকে লঞ্চটি যাত্রী নিয়ে বরিশালে আসতে পারবে না। জেলা প্রশাসনের পাশাপাশি সুরভী লঞ্চ কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা ও আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, সোমবার ভোর চারটার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকার কীর্তনখোলা নদীতে ঈদ স্পেশাল সার্ভিসের ঢাকাগামী সুরভি-৭ লঞ্চের সাথে বাগেরহাটের মোড়লগঞ্জগামী পিএস মাহসুদ স্টীমারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
×