ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরে জলাবদ্ধতা॥ জনদুর্ভোগ চরমে

প্রকাশিত: ২৩:৫১, ৪ জুলাই ২০১৬

নওগাঁয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরে জলাবদ্ধতা॥ জনদুর্ভোগ চরমে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ গত তিনদিন থেকে নওগাঁ অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। রবিবার রাত থেকে সোমবার দিনব্যাপী বৃষ্টি থামেনি বললেই চলে। সারাদিন সূর্যের দেখা মেলেনি। অঝোড়ে ঝড়েছে শুধু বৃষ্টি আর বৃষ্টি। প্রচন্ড তাপদাহে এই বৃষ্টি জনজীবনে স্বস্তি আনলেও শহরবাসীর পথচলার ক্ষেত্রে নেমে আসে চরম দুর্ভোগ। পৌর শহরের বেহাল রাস্তাঘাটের পাশাপাশি সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে শহরের প্রধান সড়কসহ রাস্তাঘাট ডুবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তায় জমা হওয়া বৃষ্টির পানি দু’পাশের দোকানপাটে প্রবেশ করে ক্রেতাদের পাশাপাশি দোকানীদেরও অশান্তির যেন অন্ত নেই। শহরের সরিষাহাটির মোড়, মহিলা কলেজের সামনে, জেলা স্কুলের সামনে, রুবির মোড়, দয়ালের মোড়, কেডির মোড়সহ বিভিন্ন সড়রে কাদা-পানিতে একাকারসহ কোথাও কোথাও হাঁটু পানি জড়ো হয়েছে। এসব স্থানে প্রাইভেট কার, সিএনজি এবং ব্যাটারী চালিত টমটমের ভিতরেও পানি ঢুকে পড়ছে। শেষ সময়ে ঈদের বাজার করতে আসা নারী-পুরুষদের যেন দুর্ভোগ আর দুর্ভোগ। শহরের পার-নওগাঁ তাজের মোড় থেকে ষ্টেডিয়ামের পূর্ব গেট, সরিষাহাটির মোড় থেকে দয়ালের মোড় প্রধান সড়ক ছাড়াও ব্রিজের মোড় থেকে পুরনো হাসপাতাল হয়ে ডিগ্রী কলেজ, আবার ডিগ্রী কলেজ থেকে সদর হাসপাতাল হয়ে রুবির মোড় পুরো রাস্তা গর্ত আর খানা-খন্দে ভরা। বৃষ্টির পানিতে ওইসব রাস্তা ডুবে পথচলার এক মরন ফাঁদের সৃষ্টি হয়েছে। ওইসব রাস্তা দিয়ে রিক্সা, ভ্যান, চার্জার, সিএনজি, কার, মোটরসাইকেল চলাচল করতে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে পড়ছে। এতে পৌরবাসী নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ এই দূর্ভোগ থেকে কেউই রেহাই পাচ্ছেনা। শহরের ড্রেন ও রাস্তাঘাট নির্মান বা সংস্কারে শুধুমাত্র পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারনেই পৌরবাসীর আজ এমন দুর্ভোগ বলে দাবী করছেন সচেতন পৌরবাসী।
×