ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধামইরহাটের শিক্ষক-কর্মচারীদের ঈদ আনন্দ মাটি, বেতন বোনাস পাননি তারা

প্রকাশিত: ২৩:১০, ৪ জুলাই ২০১৬

ধামইরহাটের শিক্ষক-কর্মচারীদের ঈদ আনন্দ মাটি, বেতন বোনাস পাননি তারা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ দীর্ঘ ছুটির ফাঁদে আটকে গেল ধামইরহাটের বেসরকারী শিক্ষক-কর্মচারীদের পরিবারের ঈদ আনন্দ। ওই উপজেলার বেসরকারী শিক্ষক-কর্মচারীদের পরিবারে ঈদের আনন্দ নেই। সরকার বেতন-বোনাস দেয়ার ঘোষনা দিলেও শেষ পর্যন্ত তারা বঞ্চিত রয়েছেন। ৩০ জুন শেষ কর্মদিবসে বেতন-বোনাসের টাকা সোনালী ব্যাংকে পৌঁছলেও দীর্ঘ ছুটির ফলে কর্তৃপক্ষ শিক্ষক-কর্মচারীদের হাতে টাকা তুলে দিতে পারেননি। উপজেলায় বেসরকারী কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রায় দেড় হাজার শিক্ষক-কর্মচারীর এবার বেতন বোনাস না পেয়ে মানবেতন জীবনযাপন করছে। এব্যাপারে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এস,এম খেলাল-ই-রব্বানী বলেন, সরকার নতুন স্কেলে বোনাসের ঘোষনা দিলে শিক্ষক-কর্মচারীরা খুবই খুশি হন। কিন্তু শেষ কর্মদিবসে ব্যাংক থেকে টাকা না পেয়ে শুন্য হাতে তাদেরকে বাড়ি ফিরতে হয়েছে।
×