ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোদমেঘের খেলা আর বৃষ্টিপাতে ঈদের কেনাকাটা বাধাগ্রস্থ

প্রকাশিত: ২৩:১০, ৪ জুলাই ২০১৬

রোদমেঘের খেলা আর বৃষ্টিপাতে ঈদের কেনাকাটা বাধাগ্রস্থ

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ ঈদ উপলক্ষে একদিকে বাইরে অবস্থান করা ঘরফেরা পরিবারের মানুষগুলোর ভিড় যখন ঈশ্বরদীতে দ্বিধাহীনভাবে বৃদ্ধি পাচ্ছে এবং শেষ মুহুর্তে ঈদের কেনাকাটা জমজমাটভাবে চলছে। ঠিক তখনই আষাঢ়ে বৃষ্টি ঈশ্বরদীসহ নিকটস্থ এলাকার মানুষকে বাধাগ্রস্থ করে তুলেছে। ঈদের আনন্দকে কিছুটা হলেও থমকে দিয়েছে। ঘর ফেরা মানুষও বাধা গ্রস্থ হয়েছে । রবিবার দুপুর থেকেই মেঘের আচরণ ছিলো এলোমেলো। মাঝে মধ্যেই মেঘ-রোদের খেলা চলছিল। কখনও কখনও টিপটিপ বৃষ্টি আবার মাঝারি বৃষ্টিও হচ্ছিল। এভাবে চলার শেষে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত মুসলধারে বৃষ্টি নামে। ঠিক একইভাবে সোমবার সকাল থেকেই মেঘবৃষ্টির খেলা চলতে থাকে। দুপুরে কিছুটা ভারি বৃষ্টি হলেও মেঘ-রোদের খেলার মাঝে টিপটিপ বৃষ্টি অব্যাহত থাকায় ঈদের বাজারে ক্রেতাদের নাস্তা নাবুদ হতে হয়েছে। আবহাওয়া অফিস গত দু’দিনে ৯২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
×