ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চান্দাইকোনা কলেজ সরকারি করণের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ২২:৪৭, ৪ জুলাই ২০১৬

চান্দাইকোনা কলেজ সরকারি করণের দাবিতে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার সকালে রায়গঞ্জের ঐতিহ্যবাহী চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ সরকারি করণের দাবিতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-ছাত্রীরা। এর ফলে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় উভয় পাশে দুরপাল¬ার যানবাহন আটকা পড়ায় যাত্রী সাধারণের চরম দুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এএসপি মোজাম্মেল হক ও রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে পথ সভায় অবরোধকারী ছাত্র-ছাত্রী নেতৃবৃন্দ বলেন- ১৯৭২ সালে প্রতিষ্ঠিত উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজ উপজেলার প্রথম কলেজ। এই কলেজের ৪ জন ছাত্র নেতা আনন্দ, বুলবুল, জসমত ও রানা বিএনপি সরকারের ৯৬’র প্রহসন মূলক নির্বাচন প্রতিহত করতে গিয়ে বিডিআরের গুলিতে প্রাণ হারায়। মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ রাখতে এই কলেজের ভুমিকা সর্বজন স্বীকৃত। এরপরও কলেজের অধ্যক্ষ মহোদয় ও কলেজ পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ’র যথাযথ প্রচেষ্টার অভাবে কলেজটি এখনো সরকারি করণ হয়নি। তারা এর প্রতিবাদ করে অনতি বিলম্বে কলেজটি সরকারি করার জন্য প্রধানমন্ত্রী বরাবরে দাবি জানান।
×