ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে বিদেশী নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে

প্রকাশিত: ২২:৩৫, ৪ জুলাই ২০১৬

ঈশ্বরদীতে বিদেশী নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে

স্টাফ রিপোর্টার, ঈম্বরদী ॥ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প,ঈশ্বরদী ইপিজেড, রেলওয়ে বিভাগীয় অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রাশিয়ান,চিন,জাপানসহ প্রায় সহ¯্রাধিক বিভিন্ন দেশের নাগরিকদের নিñিদ্র নিরাপত্তা দিতে পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছে। ঈদের দীর্ঘ ছুটি এবং গুলশানে বিদেশী নাগরিক জিম্মি ও হতাহতের ঘটনার পর পরমাণু প্রকল্প, ইপিজেড ,পাকশী রেলওয়ে বিভাগসহ ঈশ্বরদীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশী নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে ঈশ্বরদী বেঙ্গল ও রেলওয়ে জিআরপি সার্কেলের অধিনে দু’জন এএসপি,তিন ওসি,চব্বিশ এসআই,এগারো এএসআই,একশ দশ কনষ্টেবল ও চল্লিশ এসএএফ এর সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়াও একজন কমা-েন্ট,একজন এসিষ্ট্যান্ট কমা-েন্ট, একজন সিআইয়ের অধিনে জেনারেল,এবি ও আইবি শাখার একশ বিশজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাথে দু’শ পঞ্চাশজন আনসারসদস্যরাও দায়িত্ব পালন করছেন। ঈশ্বরদী থানার ওসি রমজান আলী জানান, বিদেশীদের নিরাপত্তায় আগে থেকেই প্রশাসন দায়িত্ব পালন করছিল । তবে গুলশানের জিম্মি ঘটনা ও ঈদের ছুটির কারণে এসএএফের সদস্য সংখ্যা বৃদ্ধি করে নিরাপত্তা কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।
×