ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় ঈদ বাজার শেষ মুহুর্তে দোকানে ক্রেতাদের ভীড়

প্রকাশিত: ২২:৩৪, ৪ জুলাই ২০১৬

মাগুরায়  ঈদ  বাজার  শেষ  মুহুর্তে দোকানে  ক্রেতাদের ভীড়

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় ঈদ বাজারে শেষ মুহুর্তে কসমেটিক ও জুতার দোকানে ক্রেতাদের ভীড় লেগেছে । নানা বয়সের ক্রেতাদের ভীড়ে শেষ মুহুর্তে মাগুরা জেলার ঈদ বাজার জমে উঠেছে । দোকন থেকে দোকান ঘুরে পছন্দের পন্য ক্রয় করছেন ক্রেতারা। শহর লোকে লোকারন্য । যানজট লেগেই থাকছে । বেবী প্লাজা , নুর জাহান প্লাজা, জেলা পরিষদ সুপার মার্কেট, বকসি মার্কেট, সুপার মার্কেট প্রভৃতি মার্কেট ও দোকান গুলিতে বেচা কেনা হচেছ প্রচর। কসমেটিক ও জুতার দোকান গুলিতে ভালো ভীড় হচেছ বেশী। দর্জিরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নতুন পোশাক তৈরী তে ব্যাস্ত সময় অতিবাহিত করছেন । সারারাত ধারে চলছে নতুন পোশাক তৈরীর কাজ । জেলার বুটিক কারখানা গুলির কারুকার্যময় শাড়ী , থ্রিপিটচ, সালোয়ার কামিজ ও পাঞ্জাবী ক্রেতাদের দৃষ্টি কাড়ছে । দামও ক্রেতাদের আয়ত্বের মধ্যে । শহরে নানা ধরনের আলোকসজ্জা করা হয়েছে । সৈয়দ আতর আলী সড়কে বসেছে অসংখ্য কসমেটিক ও রেডিমেট জামাকাপড়ের দোকান । বিউটি পার্লরগুলোতে তরুনীরা ভীড় করছেন।
×