ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরের মিঠাপুকুরে অবৈধ দোকানঘর উচ্ছেদ

প্রকাশিত: ২২:৩২, ৪ জুলাই ২০১৬

রংপুরের মিঠাপুকুরে অবৈধ দোকানঘর উচ্ছেদ

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা মহাসড়কের জায়গায় অবৈধভাবে স্থাপিত দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। রবিবার বিকেলে থেকে রাত অবধি উপজেলা সহকারী কশিনার (ভূমি) মামুন-অর-রশীদ পুলিশ ফোর্স নিয়ে দোকানঘর গুলো উচ্ছেদ করেন। জানা গেছে, মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিমধারের সড়বক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মান করা হয়। অভিযোগ মতে উপজেলার জয়রামপুর ও লহনি গ্রামের কয়েকজন প্রভাবশালী এই জায়গা দখল করে। তারা মহাসড়ক থেকে মাত্র ৩ মিটার দূরত্বে ১২টি দোকানঘর নির্মাণ করেন । ফলে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর-রশীদ জানান পুলিশ ফোর্স নিয়ে ১২টি দোকানঘর উচ্ছেদ করা হয়।
×