ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিরল রোগে আক্রান্ত শিশু শৈলীর পাশে সালমান

প্রকাশিত: ২০:২২, ৪ জুলাই ২০১৬

বিরল রোগে আক্রান্ত শিশু শৈলীর পাশে সালমান

অনলাইন ডেস্ক ॥ বাস্তবজীবনে তাকে ঘিরে রয়েছে অসংখ্য বিতর্ক। তবে তার ‘বিয়িং হিউম্যান’ স্লোগান যে শুধু ব্র্যান্ড প্রমোশনের খাতিরে নয়, তা নানান সামাজিক সচেতনতামূলক কাজ করে সাধারণ মানুষকে মনে করিয়ে দেন তিনি। যেমন এবার এক বিরল রোগে আক্রান্ত বাচ্চার চিকিৎসার খরচ তুলে নিলেন নিজের কাঁধে। তিনি সবার প্রিয় অভিনেতা সালমান খান। সম্প্রতি তার ধর্ষণ মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে মিডিয়াতে। কিন্তু তা সত্ত্বেও তিনি প্রমাণ করে দেন কেন তিনি বলিপাড়ার ‘ভাইজান’। সিনেমায় অভিনয় করে নয়, প্রমাণ করেন নানা সামাজিক কাজে। যেমন এই বাচ্চার চিকিৎসার ভার গ্রহণ করা। শৈলি নামে এই বাচ্চা মেয়েটিকে বলা হচ্ছে ‘এলিয়েন চাইল্ড’। আসলে সে ক্রুজন সিনড্রোম (crouzon syndrome) নামে এক বিরল রোগে আক্রান্ত। এই অসুখের ফলে চোখ সামনে ঠেলে বেরিয়ে আসে, মাথা ও মুখের চেহারাও বদলে গিয়ে অদ্ভুত আকৃতি ধারণ করে। খুলির হাড়ের বৃদ্ধি আটকে যাওয়া ও অসম হওয়ার ফলেই এই অসুখ দেখা দেয়। অপারেশন করলে সুস্থ হয়ে যেতে পারে শৈলি, কিন্তু তার মা-বাবার পক্ষে এই অপারেশনের বিপুল খরচ বহন করা অসম্ভব। শৈলির কথা জানতে পেরে এগিয়ে আসেন সালমান খান। তার ‘বিয়িং হিউম্যান' ফাউন্ডেশনের পক্ষ শৈলির অপারেশনের সমস্ত খরচ বহন করা হবে বলে জানানো হয়। অবশ্য পরে সালমান নিজে জানান, তিনি ব্যক্তিগতভাবে শৈলির অপারেশনের সমস্ত খরচ বহন করবেন। আগামী ১৩ জুলাই এই অপারেশনের দিন ধার্য হয়েছে। সুপারস্টারের এহেন মানবিক উদ্যোগে নিজের মেয়েকে আবার সুস্থ করে তোলার আশায় বুক বেঁধেছেন শৈলির মা-বাবা।
×