ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরাকে ১২০ জন নিহতের ঘটনায় তিনদিনের জাতীয় শোক শুরু

প্রকাশিত: ২০:১৯, ৪ জুলাই ২০১৬

ইরাকে ১২০ জন নিহতের ঘটনায় তিনদিনের জাতীয় শোক শুরু

অনলাইন ডেস্ক ॥ ইরাকের ব্যস্ততম বাজার এলাকায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় প্রায় ১২০ জন নিহতের ঘটনায় দেশটিতে সোমবার থেকে তিন দিনের জাতীয় শোক শুরু হয়েছে। জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে। এটি চলতি বছর ইরাকের রাজধানীতে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। রোববার ভোরে জনাকীর্ণ কাররাদা এলাকায় এই হামলা চালানো হয়। আসন্ন ঈদকে সামনে রেখে মার্কেটটিতে মানুষ কেনাকাটায় ব্যস্ত ছিল। প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ঘটনাস্থল পরিদর্শনের সময় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন। তিনি এ সময় দুষ্কৃতকারীদের ‘শাস্তি’ দেয়ার ঘোষণা দেন। এছাড়া প্রধানমন্ত্রী বোমা হামলার প্রেক্ষিতে বাগদাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় অন্তত ১১৯ জন নিহত ও ১শ ৮০ জনের বেশি লোক আহত হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইএস জিহাদিদের হটিয়ে ফালুজাকে পুনরায় দখল করার এক সপ্তাহ পর এ হামলাটি চালানো হল। এখন ইরাকের নগরীগুলোর মধ্যে শুধুমাত্র মসুল জিহাদি গোষ্ঠীটির দখলে রয়েছে।
×