ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ২০:০৬, ৪ জুলাই ২০১৬

কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

অনলাইন রির্পোটার ॥ বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী সুরভি-৭ লঞ্চের সঙ্গে বরিশালগামী পিএস মাহসুদ স্টিমারের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনা তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। সোমবার ঘটনাটি তদন্তে জেলা প্রশাসনের উদ্যোগে ৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও ‍সুস্পষ্ট সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) আহ্বায়ক এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিভিল সার্জন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী, বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালককে প্রতিনিধি করা হয়েছে। এর আগে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীর চরবাড়িয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
×