ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুর্দি গেরিলাদের প্রতি সমর্থন নোংরা হিসাব

প্রকাশিত: ১৯:৪৬, ৪ জুলাই ২০১৬

কুর্দি গেরিলাদের প্রতি সমর্থন নোংরা হিসাব

অনলাইন ডেস্ক॥ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, আঞ্চলিক ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্দিষ্ট কিছু দেশ সিরিয়ার কুর্দি গেরিলা ও আইএস সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি কিন্তু এর আগে তিনি কুর্দি গোরিলাদের প্রতি সমর্থন দেয়ায় দ্বিমুখী আচরণের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তুরস্কের সীমান্ত শহর কিলিসে শনিবার এরদোগান এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, কিছু দেশ নিজেদের নোংরা হিসাব-নিকাশের জন্য কুর্দি গেরিলাদেরকে সমর্থন দিচ্ছে । সিরিয়ায় কুর্দি গেরিলাদের প্রতি মার্কিন সমর্থনের কারণে আংকারা এবং ওয়াশিংটনের মধ্যে টানাপড়েন দেখা দিয়েছে। তুরস্ক বলছে, সিরিয়ার কুর্দি যোদ্ধারা হচ্ছে সন্ত্রাসী; তাদের সঙ্গে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে'র সম্পর্ক রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র সিরিয়ার কুর্দি যোদ্ধাদেরকে তাদের অংশীদার মনে করে।
×