ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুম্বলের পরীক্ষায় ব্যর্থ কোহলিরা, পাশ একমাত্র রাহানে

প্রকাশিত: ১৯:৪৫, ৪ জুলাই ২০১৬

কুম্বলের পরীক্ষায় ব্যর্থ কোহলিরা, পাশ একমাত্র রাহানে

অনলাইন ডেস্ক ॥ ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ অনিল কুম্বলে বেশ ভালোভাবেই তার কাজ শুরু করেছেন। এরই মধ্যে দলের ক্রিকেটারদের সাথে বেশ ভালোভাবে মিশে গেছেন। কিন্তু ক্রিকেটারদের টানা পরীক্ষার উপরেই রাখছেন তিনি। রোববার তেমনই এক অভিনব পরীক্ষায় এক আজিঙ্কা রাহানে ছাড়া অকার্যকর হলেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলিসহ দলের সব ব্যাটসম্যান। এক ঘন্টা টানা ব্যাট করতে হবে, আউট হওয়া চলবে না। কুম্বলের এই অভিনব অনুশীলনে পাশ একমাত্র রাহানে৷ বাকি সব ব্যাটসম্যানই ব্যর্থ৷ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে উইকেটে টিকে থাকার লড়াইয়ের জন্য এটাই ছিল কুম্বলের অনুশীলন৷ কিন্তু কোচের চিন্তা বাড়িয়ে দিলেন বিরাট-পূজারারা৷ বেঙ্গালুরু থেকে ৪০ কিমি দূরে আলুরে মনোরম পরিবেশে ভারতীয় দলের নিবিড় অনুশীলনে নতুন কোচের এই পরীক্ষার সামনে দাড়াতে পারলেন না কোন নাম করা ব্যাটসম্যানই। ক্লাসের ফার্স্ট বয় হলেন রাহানে৷ বলা ভাল, তিনিই একমাত্র পাশ করলেন৷ এক ঘন্টা ধরে টানা ব্যাটিং করলেন তিনি। ইশান্ত শর্মা-রবিন্দ্র জাদেজারা একবারও আউট করতে পারলেন না রাহানেকে৷ ব্যর্থদের তালিকায় রয়েছেন টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। এক ঘন্টায় দুবার আউট হলেন বিরাট৷ দুবারই জাদেজার কাছে৷ কোহলির মতই ফ্লপ উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানও৷ এক ঘন্টায় তিনিও দুবার আউট হলেন৷ আউট হলেন আরেক ওপেনার মুরলি বিজয়ও। ক্যারিবিয়ান সফরে তার উপরেই দায়িত্ব থাকবে ইনিংস ওপেন করার৷ অথচ এক ঘন্টার ব্যাটিংয়ে আউট হলেন বিরাটদের মতই দুবার৷ এছাড়াও একবার করে আউট লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারাও৷ ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের সামনে উইকেটে টিকে থাকার লড়াইয়ে নামার আগে পাশ মার্ক পেলেন একমাত্র রাহানেই৷ সোমবারই শেষ অনুশীলন৷ তারপরই ওয়েস্ট ইন্ডিজ সফর৷ কুম্বলের প্রথম পরীক্ষা৷ তাই কড়া নজর ক্রিকেটবিশেষজ্ঞদের৷
×