ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুলশানে সন্ত্রাসী হামলায় নিউ ইয়র্কে প্রবাসীদের প্রতিবাদ

প্রকাশিত: ১৯:৪১, ৪ জুলাই ২০১৬

গুলশানে সন্ত্রাসী হামলায় নিউ ইয়র্কে প্রবাসীদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক॥ গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণে শোকসভার আয়োজন করেন প্রবাসীরা। সভায় বক্তারা বলেন, সরকারকে জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস দমনে কঠোর ভূমিকা রাখতে হবে। এসব হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। তাঁরা বলেন, এ ধরনের হামলা বর্বর ও কাপুরুষোচিত। সরকারকে এ বিষয়ে আরো কঠোর হতে হবে। রাজনৈতিক দলগুলোকে এ ধরনের সংকটে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ছাড়া ধর্মীয় উগ্রবাদ এবং ধর্মান্ধদের বিষয়ে জাতীয় ঐক্যমতে গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, সন্ত্রাসীদের কোনো দল বা ধর্ম নেই, তাদের চিহ্নিত করতে হবে সন্ত্রাসী হিসেবে এবং তাদের মূল উৎপাটনে সবাইকে একযোগে কাজ করতে হবে। সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মিথুন আহমেদ, লুৎফুর নাহার লতা, মিনজাহ আহমেদ সাম্মু, গোলাম কিবরিয়া অনু, রাশেদ আহমেদ, স্বীকৃতি বড়ুয়া, রাজীব আহসান চৌধুরী, খোরশেদ আলম, শিবলী ছাদেক, ডাক্তার আবদুল লতিফ, রোকনুজ্জামান তনু, কামরুল ইসলাম, টিপু আলম প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।
×