ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উদ্বিগ্ন ব্রিটিশ হাইকমিশন, গভীর সমবেদনা

প্রকাশিত: ০৮:১৪, ৪ জুলাই ২০১৬

উদ্বিগ্ন ব্রিটিশ হাইকমিশন, গভীর সমবেদনা

স্টাফ রিপোর্টার ॥ গুলশানের স্প্যানিশ রেস্তরাঁ হলি আর্টিজান রেস্তরাঁয় হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। হাইকমিশনার এ্যালিসন ব্লেক, ভারপ্রাপ্ত হাইকমিশনার মার্ক ক্লেটন এবং ঢাকার ব্রিটিশ হাইকমিশনের কর্মীদের পক্ষ থেকে রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে এ ঘটনাকে বাংলাদেশে বসবাসরত ও কর্মরত নিরীহ মানুষের ওপর অবিবেচনাপ্রসূত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। হামলার শিকার, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লোকদের পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে ওই বিবৃতিতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী, নিরাপত্তা ও জরুরী সেবা প্রদানকারী যারা এই ভয়ঙ্কর ঘটনার পরিসমাপ্তি টানতে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আক্রান্তদের সহায়তা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং কমনওয়েলথের সহযোগী হিসেবে, যুক্তরাজ্য এখানে যা ঘটেছে তার ব্যাপারে গভীরভাবে উদ্বেগ অনুভব করছে এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বৈশ্বিক লড়াইয়ে বাংলাদেশের মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ হাইকমিশনের ওই বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র রমজান মাসের সেবাপরায়ণতা, মহানুভবতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শে উজ্জীবিত মানুষ যখন ঈদ-উল-ফিতর উদ্যাপনের জন্য একত্র হচ্ছিল ঠিক তখনই এই হামলা হয়েছে।
×