ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগদাদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩১

প্রকাশিত: ০৮:১৪, ৪ জুলাই ২০১৬

বাগদাদে হামলায়  নিহতের সংখ্যা  বেড়ে ১৩১

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরাকের রাজধানী বাগদাদে ব্যস্ত বাণিজ্যিক এলাকায় রবিবার ভোরে গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩১ হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। খবর বিবিসি ও আলজাজিরার। সরকারী সূত্র বলছে, হামলায় ২০০ জন আহত হয়। বাগদাদের কারাদা এলাকার একটি ব্যস্ত সড়কে এই বোমা হামলা হয়। এ সময় অনেকে বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন। পবিত্র রমজান মাসে শিয়া অধ্যুষিত ওই এলাকায় ভিড়ও ছিল বেশি। হতাহতদের অনেকেই শিশু বলে জানিয়েছেন সরকারী কর্মকর্তারা। বিধ্বস্ত ভবনের নিচে আরও লাশ পড়ে থাকতে পারে এবং সে হিসেবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শিয়া অধ্যুষিত আল-শাবাবে রবিবার সকালে একটি জনবহুল মার্কেটে পৃথক বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
×