ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গুলশানে সন্ত্রাসী হামলার নিন্দায় পাকিস্তান

প্রকাশিত: ০৮:১৩, ৪ জুলাই ২০১৬

গুলশানে সন্ত্রাসী হামলার নিন্দায় পাকিস্তান

বাংলানিউজ ॥ গুলশানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান সরকার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকায় কা-জ্ঞানহীন সন্ত্রাসী হামলায় বেশ কয়েকটি মূল্যবান জীবন ঝরে গেছে, আহত হয়েছে অনেক নিরীহ মানুষ। এই কা-জ্ঞানহীন হামলার নিন্দা জানাচ্ছে পাকিস্তান। ‘হামলায় নিহতদের স্বজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে পাকিস্তান সরকার ও এর জনগণ। একইসঙ্গে সমবেদনা জানাচ্ছে ভ্রাতৃতুল্য বাংলাদেশের জনগণ ও এর সরকারের প্রতি।’ ঢাকার প্রতি সংহত অবস্থান জানিয়ে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, বাংলাদেশ সরকার এই ধরনের কাপুরুষোচিত হামলা কার্যকরভাবে প্রতিরোধ করতে পারবে বলে পাকিস্তান আশাবাদী। সব ধরনের সন্ত্রাসের প্রতি পাকিস্তান তার নিন্দা পুনর্ব্যক্ত করছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
×