ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্কিন কংগ্রেস গ্যালারিতে বাংলাদেশী সামিয়ার ‘জীবনের প্রতিচ্ছবি’

প্রকাশিত: ০৬:১৫, ৪ জুলাই ২০১৬

মার্কিন কংগ্রেস গ্যালারিতে বাংলাদেশী সামিয়ার ‘জীবনের প্রতিচ্ছবি’

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভিজিটর সেন্টারের কংগ্রেসনাল অডিটরিয়ামে সম্প্রতি ৪৩৫ কংগ্রেসম্যানের এলাকা থেকে সেরা একজন করে মোট জনের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ১০ জনের আঁকা চিত্র নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে বাংলাদেশের লক্ষ্মীপুরের সামিয়া ফাগুনের জল রংয়ে আঁকা ‘মোমেন্টস অব লাইফ’ বা জীবনের প্রতিচ্ছবি চিত্রটিও ছিল। নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৬ এর কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর এলাকায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জয়ী সামিয়াকে ঐ অনুষ্ঠানে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়। মা গুলশানা রহমান নীলা এবং ভাই সৈয়দ ফারাবিকে সঙ্গে নিয়ে ক্যাপিটল হিলের এ অনুষ্ঠানে উপস্থিত হন কুইন্সের নিউটাউন হাই স্কুল থেকে এবার বিশেষ কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশনকারি সামিয়া। এ সময় বিপুল করতালির মাধ্যমে সামিয়াকে কংগ্রেসনাল সার্টিফিকেটও প্রদান করা হয়। এরপর অন্য ৯ জনের সঙ্গে তাকেও পুরো কংগ্রেস-টানেল ঘুরিয়ে দেখানো হয়। এ সময় সঙ্গে ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। জানা গেছে সামিয়ার ছবিটি কংগ্রেসনাল টানেলের গ্যালারিতে পুরো এক বছর থাকবে। বাংলাদেশী-আমেরিকান হিসেবে সামিয়া দুর্লভ এ সম্মান অর্জন করলেন। ক্যাপিটল হিলে এই প্রথম কোনো বাংলাদেশি ছাত্রীর আঁকা ছবি স্থান পেলো। আর সামিয়া এ দুর্লভ সুযোগ করে নিয়েছেন এক প্রতিযোগিতায় জয়ী হয়ে। কুইন্সের এলম্হার্স্টে থাকা নিউ টাউন হাই স্কুলের দ্বাদশ গ্রেডের ছাত্রী সামিয়া ওই এলাকার আরও ১৩ হাই স্কুলের ৪৬ জন ছাত্র-ছাত্রীর সঙ্গে গত এপ্রিলে এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার আয়োজন করেন ডেমক্রেটিক পার্টির স্থানীয় কংগ্রেসওম্যান এবং কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের অন্যতম সদস্য গ্রেস মেং। গত ৩৫ বছর ধরে সব কংগ্রেসম্যানই একই সময়ে নিজ নিজ এলাকায় হাই স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘অ্যান আর্টিস্টিক ডিসকভারি’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
×