ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্ধিত ভেন্যু গোপালগঞ্জ

প্রকাশিত: ০৫:৪১, ৪ জুলাই ২০১৬

বর্ধিত ভেন্যু গোপালগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ পেশাদার ফুটবল লীগের আগামী আসর মাঠে গড়াচ্ছে ২৪ জুলাই। এবার লীগে অংশ নিচ্ছে ১২ দল। কথা ছিল ছয়টি ভেন্যুতে অংশ নেবে দলগুলো। তবে শনিবার পেশাদার লীগ কমিটির সভা শেষে যুক্ত হয়েছে আরেকটি ভেন্যু। আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বিবেচনা করে ‘গোপালগঞ্জকে’ ভেন্যু হিসেবে যুক্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পেশাদার লীগ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ের পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, এবারের লীগ হবে মোট সাতটি ভেন্যুতে। নতুন ভেন্যুটি হচ্ছে গোপালগঞ্জের শেখ মনি ফজলুল হক স্টেডিয়াম। এই ভেন্যুতে কমপক্ষে চারটি দলের আবাসন ব্যবস্থা করা সম্ভব। মূলত মাঠ কমিটির চেয়ারম্যান ভেন্যু পরিদর্শন করে যে রিপোর্ট দিয়েছেন তার আলোকেই গোপালগঞ্জ ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে। ’উল্লেখ্য, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোর্ট মসজিদ এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশের একটি এ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম। ২০১২-১৩ সেশন থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এটিকে তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আসছে।। গোপালগঞ্জের শেখ মনি ফজলুল হক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৫ হাজার। তবে বসে-দাঁড়িয়ে সর্বোচ্চ ১৫ হাজার দর্শক এখানে ম্যাচ উপভোগ করতে পারবে।
×