ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্লাড ক্যান্সারে আক্রান্ত এতিম ফাতেমাকে বাঁচাতে এগিয়ে আসুন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৪০, ৪ জুলাই ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ ব্লাড ক্যান্সারে আক্রান্ত এতিম ফাতেমাকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। নাটোর পৌর এলাকার চকবৌদ্ধনাথ মহল্লার হতদরিদ্র তানিয়া আক্তারের (আঁখি) একমাত্র মেয়ে ফাতেমার জীবন প্রদীপ অর্থাভাবে নিভে যেতে বসেছে। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বি ব্লকের ৩০৭নং শিশু ওয়ার্ডের ১২নং বেডে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছেন, ফাতেমাকে দ্রুত কেমোথেরাপি দিতে হবে। তার এই চিকিৎসার জন্য প্রয়োজন চার লাখ টাকা। কিন্তু হতদরিদ্র ভূমিহীন মায়ের পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব নয়। চিকিৎসার ব্যয় বহন করতে ফাতেমার মা রাস্তায় রাস্তায় টাকা তুলছেন। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় ফাতেমার চিকিৎসার জন্য সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন ফাতেমার মা। ফাতেমাকে সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইলে (তানিয়া আক্তার আঁখি-০১৭৪৯৫৬৫৭৮৭; বিকাশ)। সাহায্য ফাতেমার মায়ের ব্যাংক এ্যাকাউন্টেও দিতে পারেন। মোছাঃ তানিয়া আক্তার আঁখি, হিসাব নং ৫৫১৪-০১-০০০৬২২২, বেসিক ব্যাংক লিমিটেড, নাটোর শাখা, নাটোর। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×