ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হ্যান্ড ড্রায়ার থেকে সাবধান!

প্রকাশিত: ০৫:৩৯, ৪ জুলাই ২০১৬

হ্যান্ড ড্রায়ার থেকে সাবধান!

হোটেল, বাথরুম বা টয়লেটে হাত শুকানোর জন্য অনেকেই ব্যবহার করেন হ্যান্ড ড্রায়ার। জীবাণুর ভয়ে এটি ব্যবহার করতেই স্বস্তিবোধ করেন সবাই। আর হ্যান্ড ড্রায়ার না থাকে তবে টিস্যু পেপার চাই তাদের। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, টিস্যুর চেয়ে বেশি জীবাণু ছড়ায় হ্যান্ড ড্রায়ার। ইউনিভার্সিটি অব লিডসের গবেষকরা জানান, টিস্যু পেপারের থেকে হ্যান্ড ড্রায়ার শতগুণে অস্বাস্থ্যকর। কারণ হিসেবে বলা হয়েছে, গড়ে ঘণ্টায় ৩০০ মাইল বেগে হাওয়া বেরোয় ড্রায়ার থেকে। ফলে জীবাণু ছড়িয়ে পড়ে টয়লেটের চারদিকে। তাই টিস্যু পেপারের থেকে বহুগুণ জীবাণু ছড়ায় ড্রায়ার। সুতরাং এটি ব্যবহারে একটু সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ! -আইরিশটাইমস
×