ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিজিএফ চাল বিতরণ

প্রকাশিত: ০৪:৩২, ৪ জুলাই ২০১৬

ভিজিএফ চাল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ জুলাই ॥ ফুলছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে ঈদের বিশেষ বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করলেন ডেপুটি স্পীকার। ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার গজারিয়া, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত, দুস্থ এবং অতিদরিদ্র ১১ হাজার ১১ পরিবারের জনপ্রতি ২০ কেজি করে ২শ’ ২০ দশমিক ৮২ টন বিশেষ বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে গজারিয়া ইউনিয়নের ৩ হাজার ৩শ’ ৩৩টি পরিবারে ৬৬ দশমিক ৬৬০ টন চাল, ফুলছড়ি ইউনিয়নের ৪ হাজার ৪৩টি পরিবারে ৮০ দশমিক ৮শ’ ৬০ টন চাল ও ফজলুপুর ইউনিয়নের ৩ হাজার ৬৬৫টি পরিবারে ৭৩ দশমিক ৩শ’ টন চাল বিতরণ করা হয়। রবিবার সকালে বিশেষ বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্যা, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার প্রমুখ।
×