ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়া উপকূলে দুই দফা প্লাবন ॥ বেলাভূমি লণ্ডভণ্ড

প্রকাশিত: ০৪:৩১, ৪ জুলাই ২০১৬

কলাপাড়া উপকূলে  দুই দফা প্লাবন ॥  বেলাভূমি লণ্ডভণ্ড

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ জুলাই ॥ গভীর সমুদ্রে সঞ্চালনশীল মেঘমালার কারণে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কলাপাড়ার পায়রা বন্দরসহ তৎসংলগ্ন এলাকায় থেমে থেমে ভারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে সাগর ও নদীতে বইছে অস্বাভাবিক জোয়ারের তা-ব। উত্তাল হয়ে আছে সাগর। কলাপাড়ার সকল চরাঞ্চল এবং বেড়িবাঁধের বাইরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দুই দফা জোয়ারের প্লাবনে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে বেড়িবাঁধ বিধ্বস্ত কলাপাড়ার চম্পাপুর, মহিপুর, লালুয়া ও ধানখালী ইউনিয়নের অন্তত ২৭ গ্রামের মানুষ। সমুদ্র সৈকত কুয়াকাটার বেলাভূমি উত্তাল ঢেউয়ের আঘাতে ল-ভ- হয়ে যাচ্ছে। পটুয়াখালী অবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সঞ্চালনশীল মেঘমালার ফলে সৃষ্ট লঘুচাপের প্রভাব কেটে না যাওয়া পর্যন্ত আবহাওয়া বর্তমান অবস্থা বিরাজমান থাকবে। আর জোয়ারের পানির উচ্চতা আরও ৩/৪ দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
×