ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমতলীতে ব্রিজ ভেঙ্গে নদীতে

প্রকাশিত: ০৪:৩১, ৪ জুলাই ২০১৬

আমতলীতে ব্রিজ ভেঙ্গে নদীতে

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩ জুলাই ॥ বরিবার সকালে আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন চাওড়া নদীর ওপর ৯১ মিটার দৈর্ঘ্যরে আয়রন ব্রিজের মধ্যের পাটাতন ভেঙ্গে নদীতে পড়ে গেছে। এতে তিন ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয়রা অতিদ্রুত ব্রিজ মেরামতের দাবি জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২০০৫ সালে চাওড়া নদীর ওপর আমড়াগাছিয়া বাজার ও খেকুয়ানী খেয়াঘাট সংলগ্ন ৯১ মিটার দৈর্ঘ্যরে আয়রন ব্রিজ নির্মাণ করে। ব্রিজ নির্মাণ করায় গুলিশাখালী, কুকুয়া, চাওড়া ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ হয়। সম্প্রতি বালু বোঝাই কার্গো ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় লোহার পিলারে ধাক্কা লেগে একটি অংশ দেবে যায়। এ খবর স্থানীয় প্রকৌশল বিভাগকে জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি। অপরদিকে প্রতিদিন ইট, বালু ও চাল বোঝাই ট্রলি চলাচল করায় ব্রিজটি ক্রমশ দুর্বল হয়ে যায়। রবিবার বেলা ১১টার দিকে ওই ব্রিজের ওপর দিয়ে পথচারী পারাপার হচ্ছিল। হঠাৎ ব্রিজের মাঝের পাটাতন ভেঙ্গে চার পথচারী নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে।
×