ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিক নিহত

প্রকাশিত: ০৪:৩০, ৪ জুলাই ২০১৬

সৈয়দপুর রেলওয়ে  কারখানায় শ্রমিক  নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর রেলওয়ে কারখানায় ক্রেন থেকে পড়ে এক শ্রমিক নিহত ও অপর আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মামুনুর রশীদ (৪৭)। আহত শ্রমিক মোজাম্মেল হক মোজামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকাল দশটার দিকে রেলওয়ে কারখানার বগি শপে ক্রেন সার্ভিসিংকালে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, রবিবার থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হয়। কিন্তু ঈদের ছুটির মধ্যেও কারখানায় বগির শপে ওভারটাইম হিসেবে বগি মেরামতের কাজ চলছিল। এ সময় কারখানার ক্রেন শপের শ্রমিক ফিটার মামুনুর রশীদ ও ফিটার মোজাম্মেল হক মোজাম বগি শপে এসে ১০ এবং ১১ নং ওভারহেড ক্রেন সার্ভিসিংয়ের কাজ করছিলেন। এ সময় ক্রেনের ওপরে থাকা শ্রমিক মামুনুর রশীদ ও মোজাম্মেল হক মোজাম নিচে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মামুনুর রশীদের মৃত্যু হয়। নিহত শ্রমিক চিরিরবন্দর উপজেলার নওখৈর হাশিমপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।
×