ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ

ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা

প্রকাশিত: ০৪:৩০, ৪ জুলাই ২০১৬

ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ জুলাই ॥ এবার ঈদে যাত্রীদের জন্য সরকারের গৃহীত ব্যবস্থাপনা আর দীর্ঘ ছুটির কারণে নাড়ির টানে নির্বিঘেœ মানুষ ঘরে ফিরছে। ১ জুলাই থেকে শুরু হয়েছে টানা ৯ দিনের ছুটি। তাই গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে খোশমেজাজে ঘরে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। নৌপথ কিংবা সড়ক-মহাসড়কে কোথাও যানজট নেই। সরকার ঈদের অনেক আগেই সড়ক মহাসড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করে রেখেছে। নেই পরিবহন স্বল্পতাও। ঈদের ছুটি শুরু হওয়ার তৃতীয় দিন রবিবার সকাল থেকে রাজধানী ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের মানুষ। নৌপথ ও সড়ক পথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার শিবচরের কাওড়াকান্দি ঘাটে প্রাণচাঞ্চল্য। লঞ্চ, স্পিডবোট, ফেরিতে কাওড়াকান্দি ঘাটে এসে নামছে ঘরমুখো নারী-পুরুষ শিশু। সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকলেও ঘরে ফেরা মানুষের চোখে-মুখে ছিল প্রশান্তির ছাপ। তবে বরাবরের মতো এবারও লঞ্চ ও পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। জানা গেছে, ঈদে কাওড়াকান্দি নৌরুটে যাত্রী পারাপারে লঞ্চগুলোকে রংচং করে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। কাওড়াকান্দি-শিমুলিয়া-মাওয়া নৌরুটে ৮৬টি লঞ্চ, ১৭টি ছোট-বড় ফেরি ও তিন শতাধিক স্পিডবোট দক্ষিণাঞ্চলের যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে। এদিকে ঘাটে ঘরমুখো যাত্রীদের নির্বিঘেœ ঘরে ফেরা নিশ্চিত করতে প্রশাসনের রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নৌযানসহ পরিবহনের অতিরিক্ত যাত্রী এবং বাড়তি ভাড়াসহ যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ঘাটে ভ্রাম্যমাণ আদালতের টিম সর্বক্ষণিক মনিটরিং করছে বলে জানা গেছে। ঘাট এলাকায় র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আনসার, ফায়ার সার্ভিসসহ ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম যাত্রীসেবায় নিয়োজিত।
×