ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদ ম্যাগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’

প্রকাশিত: ০৪:২২, ৪ জুলাই ২০১৬

ঈদ ম্যাগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদ-উল-ফিতরের অনুষ্ঠানমালায় চাঁদ রাত ১০-৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ ঈদ ম্যাগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’। খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় বর্ণাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ‘ও মন রমজানের ওই রোজার শেষে, এল খুশীর ঈদ’। ঈদের এই গানটিতে অংশ নিয়েছেন সুদূর কানাডা প্রবাসী ভাই বোন বন্ধুরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন বাংলাদেশের সঙ্গীত জগতের জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের অন্যতম গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক কুমার বিশ্বজিৎ। আরও সঙ্গীত পরিবেশন করেছেন আরফিন রুমি ও ঐশি। সঙ্গীত বিষয়ক কুইজে অংশগ্রহণ নিয়েছেন এই প্রজন্মের সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী রেশমি, নওশীন, নিপা, রিফাত। বিদেশী প্রতিবেদনে থাকছে কানাডার মেডিভ্যাল টাইমসের ওপর প্রতিবেদন। মধ্য যুগের যুদ্ধ, রণকৌশল সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে ঈদে ভোগান্তি হাস্যরসাত্মক স্কিড এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এসব স্কিডে অভিনয় করেছে : আশরাফ কবির, লিটন, উত্তমসহ আরও অনেকেই।
×