ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশেষ নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’

প্রকাশিত: ০৪:২২, ৪ জুলাই ২০১৬

বিশেষ নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’

স্টাফ রিপোর্টার ॥ প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদির পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সঙ্কেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। নাটক ঈদের দিন রাত ৮-৫০ মিনিটে প্রচার হবে। নাটকে জামাল চরিত্রে মীর সাব্বির এবং পারুল চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, শামীমা নাজনীন, তারিখ স্বপন, জামিল, সিমা, নজরুল ইসলাম এবং অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে জামাল। ঢাকা শহরে আসে কাজের উদ্দেশ্যে কিন্তু টাকা ছাড়া কোথাও সুযোগ হয় না তার। গ্রামের সহজ-সরল মেয়ে পারুল ভালবাসে জামালকে। জামালের ভীষণ ইচ্ছে সে নায়ক হবে। তার এই নায়ক হতে গিয়েই ঘটে নানান ঘটনা-এসব ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সঙ্কেতের এবারের ঈদের নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’। সাভারের ফাগুন অডিও ভিশনের নিজস্ব শূটিং স্পটে এ নাটকটি ধারণ করা হয়েছে। হানিফ সঙ্কেতের ঈদ নাটকের-নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সঙ্কেতের নাটক নিয়ে দর্শকদের আকর্ষণ থাকে।
×