ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডে ঘোড়ার মূর্তি থেকে বিপুল পরিমাণ কোকেন উদ্ধার

প্রকাশিত: ০৪:২০, ৪ জুলাই ২০১৬

নিউজিল্যান্ডে ঘোড়ার  মূর্তি থেকে বিপুল  পরিমাণ কোকেন  উদ্ধার

নিউজিল্যান্ডের পুলিশ রবিবার জানিয়েছে, তারা একটি বড় ঘোড়ার মাথার মূর্তির মধ্যে লুকানো রেকর্ড পরিমাণ কোকেন উদ্ধার করেছে। চালানটি মেক্সিকো থেকে আসে। উদ্ধারকৃত মাদকের মূল্য ১ কোটি মার্কিন ডলার। খবর এএফপি’র। সংঘবদ্ধ অপরাধ ইউনিটের গোয়েন্দা সুপারিন্টেন্ডেন্ট ভার্জিনিয়া লি বাস বলেন, তারা এই চালানটি কোথায় যাচ্ছিল তা জানার জন্য তদন্ত চালাচ্ছে। ৩৫ কিলোগ্রাম চালানটি আকাশপথে মেক্সিকো থেকে অকল্যান্ডে আনা হয়। অকল্যান্ডে মে মাসে এই রতœখচিত ঘোড়ার মাথার মূর্তিটি সনাক্ত করা হয়। পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যায় ৩১ জনের মৃত্যু পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গ্রাম উরসুনে মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ৩১ জন মারা গেছে। বন্যার তোড়ে একটি মসজিদ, বেশ কয়েকটি বাড়িঘর ও একটি সেনা চৌকি ভেসে গেছে। ওই এলাকার মেয়র মাগফিরাত শাহ্ রবিবার একথা জানিয়েছেন। খবর এএফপির। উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র লতিফুর রহমান বলেন, শনিবার রাতে শুরু হওয়া বৃষ্টিপাতে তারবেলা ড্যামে একটি নির্মাণাধীন স্থাপনার ছাদ ধসে দুজন চীনা প্রকৌশলীর মৃত্যু ও ৫ পাকিস্তানী শ্রমিক আহত হয়েছে।
×