ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্যক্তিগত ইমেইল ব্যবহার

হিলারিকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ এফবিআইয়ের

প্রকাশিত: ০৪:১৯, ৪ জুলাই ২০১৬

হিলারিকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ  এফবিআইয়ের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির পদপ্রার্থী হিলারি ক্লিনটনকে জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত ইমেইল ব্যবহার নিয়ে শনিবার সকালে ওয়াশিংটনে এফবিআইয়ের সদর দফতরে তাকে জেরা করা হয়। তবে হিলারির এই জিজ্ঞাসাবাদ স্বেচ্ছামূলক ছিল বলে তার নির্বাচনী প্রচার শিবিরের এক মুখপাত্র জানিয়েছে। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের। হিলারি ও তার সহযোগীদের ব্যক্তিগত ইমেইল ব্যবহারের কারণে দেশের কোনও গোপনীয় তথ্য প্রকাশ হয়েছে কিনা এবং তা আইন লঙ্ঘন করেছে কিনা সে বিষয়ে তদন্ত করছে এফবিআই। তবে হিলারি দাবি করেছেন, ব্যক্তিগত ইমেইলে রাষ্ট্রীয় গোপনীয় কোন নথি তিনি ব্যবহার করেননি। তিনি বলেছেন, বেশ কয়েকটা মোবাইল ফোন ও ট্যাবলেটে কাজ করার চেয়ে নিজের ব্ল্যাকবেরি ফোন থেকেই সব কাজ একবারে করা অনেক সহজ ছিল। তাই তিনি কাজের সুবিধার্থেই তখন এই ব্যবস্থা করেছিলেন। কিন্তু মার্কিন পররাষ্ট্র দফতর থেকে হিলারির অনিরাপদ ইমেইল ব্যবহারের অভিযোগ করা হয়েছে। অনিরাপদ ইমেইল ব্যবহার করাটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে কিনা সেটিই এখন খতিয়ে দেখছে মার্কিন বিচার মন্ত্রণালয়। হিলারির মুখপাত্র নিক মেরিল বলেন, এফবিআইয়ের সদর দফতরে টানা সাড়ে তিন ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। হিলারি স্বপ্রণোদিত হয়ে এফবিআইয়ের সঙ্গে কথা বলেন এবং ই- মেইল জটিলতা বিষয়ে দ্রুত ইতি টানতে চান তিনি। মার্কিন এ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ হিলারির ই- মেইল কেলেঙ্কারি বিষয়টি তদন্তে অনীহা প্রকাশ করেন। এ বিষয়ে তদন্তের বিষয়টি তিনি এফবিআইয়ের ওপর ছেড়ে দেন। লিঞ্চের ঘোষণার মাত্র একদিন পরই হিলারিকে জিজ্ঞাসাবাদ করল এফবিআই।
×