ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাত বন্দরে ভারতীয় ফল আসছে না

প্রকাশিত: ০৪:১৭, ৪ জুলাই ২০১৬

সাত বন্দরে ভারতীয় ফল আসছে না

ডি.এম. তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ ॥ রাজস্ব বিভাগের একটি চিঠিকে কেন্দ্র করে সোনামসজিদসহ ৭টি স্থলবন্দরে রাজস্ব আদায়ে অচলবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমদানিকারকরা ভারত থেকে আম ছাড়া কমলা, আপেল, আঙ্গুর, বেদানা, নাসপতিসহ আট ধরনের ফল আমদানি বন্ধ করে দিয়েছে। ফলে সমগ্র উত্তরাঞ্চলসহ ঢাকা ও চট্টলা এলাকায় এই রোজার মৌসুমে এসব ভারতীয় ফল মূল্যের দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ৭টি স্থলবন্দরে কমে গেছে রাজস্ব আদায়ের পরিমাণ। পাশাপাশি ভোমরা স্থলবন্দরকে রহস্যজনক কারণে এই চিঠির তালিকার বাইরে রেখে কাস্টমস ও আমদানিকারকরা মোটা অংকের অর্থ বাগিয়ে পকেটে পুরছে বলে অভিযোগ উঠেছে। সরকারও বঞ্চিত হচ্ছে বিশাল রাজস্ব হতে। দীর্ঘদিন ধরে একই ট্রাকে মিশ্রভাবে (নানান জাতের) ফল আমদানি করে এক শ্রেণীর আমদানিকারক রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। এই রাজস্ব ফাঁকি রুখতে হঠাৎ করেই একটি নির্দেশনা জারি করে সোনামসজিদ, হিলি, বুড়িমারী, বাংলাবান্ধা, বিরল ও রহনপুর রেল বন্দরকে। তাতে বলা হয় কোন আমদানিকারক একটি ট্রাকে নানান ধরনের ফল আমদানি করতে পারবে না।
×