ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব

প্রকাশিত: ০৪:১৩, ৪ জুলাই ২০১৬

চীনের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব

অর্থনৈতিক রিপোর্টার ॥ সৌদি আরব চীনের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ। বেইজিংয়ে জি-২০’র মন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের ভাইস-প্রধানমন্ত্রী ঝ্যাং গাওলি ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে আলোচনার পর এক ই-মেইল বিবৃতিতে তিনি এ কথা জানান। ফালিহ বলেন, চীনের জ্বালানি খাতে আরও বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব। বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক দেশ চীন। সেখানে সৌদিও প্রচুর পরিমাণে তেল রফতানি করে। তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতেই এই পদক্ষেপ। তিনি বলেন, আমি আশা করি; সৌদির বিনিয়োগে ইতিবাচক সাড়া দেবে চীন।
×