ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জনপ্রিয়তা পাচ্ছে না দেশের নৌ পর্যটন

প্রকাশিত: ০৪:১৩, ৪ জুলাই ২০১৬

জনপ্রিয়তা পাচ্ছে না দেশের নৌ পর্যটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ অপার সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রচারণা আর সুযোগ-সুবিধার অভাবে জনপ্রিয়তা পাচ্ছে না দেশের নৌ পর্যটন। সম্প্রতি দেশের অভ্যন্তরীণ নৌরুটে যুক্ত হয়েছে বেশ কিছু আধুনিক নৌযান। সংশ্লিষ্টরা বলছেন সরকারী সহযোগিতা পেলে শুধু দেশে নয়, দেশের বাইরেও পর্যটক আকর্ষণে সক্ষম এ খাতটি। নদীমাতৃক দেশ বাংলাদেশ। ছোট বড় মিলিয়ে এখানে নদনদীর সংখ্যা প্রায় ৭০০। নদী বিধৌত এই জনপদের প্রাকৃতিক সৌন্দর্য ও রূপ লাবণ্যের অনেকটা বড় অংশ জুড়েই রয়েছে বাংলার বিভিন্ন নদনদী। অপার সম্ভাবনা থাকলেও যথাযথ প্রচারণার অভাবে অনেকটা অদেখাই থেকে গেছে বাংলার নদনদীর অপার সৌন্দর্য। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আধুনিক নৌযান যুক্ত হওয়ায় অনেকেই ভ্রমণ কিংবা যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন নদী পথকে। শুধু আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তাই নয়, নদী পথে চলাচলে নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের নৌ পথকে জনপ্রিয় করতে পারলে একদিক যেমন অর্থ সাশ্রয় হবে অন্যদিকে দেশের পর্যটন খাতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই মত সংশ্লিষ্টদের।
×