ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিচারপতি এবিএম খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ

প্রকাশিত: ০১:০৩, ৩ জুলাই ২০১৬

বিচারপতি এবিএম খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ দিয়েছে সরকার। সাবেক এই প্রধান বিচারপতি আগামী তিন বছর এই সংস্থায় দায়িত্ব পালন করবেন। এর আগে ২০১৩ সালের ২৩ জুন সরকার তিন বছরের জন্য সাবেক এই প্রধান বিচারপতিকে আইন কমিশনের সপ্তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তার পরের দিন দায়িত্বভার গ্রহণ করেন তিনি। কমিশনের সচিব মো. আলী আকবর সাংবাদিকদের বলেন, আইন মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানের পুনঃনিয়োগ সংক্রান্ত চিঠি কমিশনে এসে পৌঁছেছে। বিচারপতি এবিএম খায়রুল হককে তিন বছরের জন্য পুনঃনিয়োগ দেয়া হয়েছে। আগামী ২৩ জুলাই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে আগের মতোই প্রধান বিচারপতির সমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন খায়রুল হক। গুরুত্বপুর্ন এই সংস্থায় এর আগে দায়িত্ব পালনকারীদের প্রায় সবাই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন। এর মধ্যে রয়েছেন বিচারপতি এফকেএমএ মুনেম, বিচারপতি কামাল উদ্দিন হোসেন, বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি এ টি এম আফজাল প্রমুখ।
×