ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুলশানে নিহত জাপানিদের স্বজনরা ঢাকা আসছেন

প্রকাশিত: ০০:১২, ৩ জুলাই ২০১৬

গুলশানে নিহত জাপানিদের স্বজনরা ঢাকা আসছেন

অনলাইন ডেস্ক ॥ রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলায় নিহত জাপানিদের স্বজনদের বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। রবিবার সন্ধ্যায় একটি বিশেষ বিমানে তাদের বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে বলে জানিয়েছে জাপানি সংবাদপত্র নিক্কি এশিয়ান রিভিউ। জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহতদের স্বজন ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাইকার কর্মীরা ঢাকায় আসছেন। সুগা জানান, গুলশানে জাপানের সাত নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুইজন নারী। জাপানের স্থানীয় সংবাদ মাধ্যম সাতজনের মধ্যে চারজনের পরিচয় জানতে পেরেছে। তারা হলেন, টোকিও ভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান কাটাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালের কর্মী কোয়ো ওগাসাওয়ারা, আলমেক করপোরেশনের কর্মী মাকোতো ওকামুরা, ইউকো সাকাই ও রুই শিমোদারিয়া। এদিকে রবিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে গুলশানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলায় ১৭ জন বিদেশিসহ ২০ জন নিহত হয়।
×