ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলশানের ঘটনায় ভারত সীমান্ত জুড়ে নজরদারি বৃদ্ধি

প্রকাশিত: ২০:৫৮, ৩ জুলাই ২০১৬

গুলশানের ঘটনায় ভারত সীমান্ত জুড়ে নজরদারি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা ও জঙ্গি মোকাবিলায় উত্তরাঞ্চলের নীলফামারীর ৫১ কিলেমিটার সহ অন্যান্য ২ হাজার ২১৬ কিলোমিটার ভারত সীমান্তের ফাঁকফোকর গলে জঙ্গি-প্রবেশ আটকাতে ভারতের পক্ষে কঠোরভাবে নজরদারি বৃদ্ধির খবর পাওয়া গেছে। সেই সাথে সীমান্ত জুড়ে টহল জোরদার করা হয়েছে। আজ রবিবার নীলফামারীর ডোমার চিলাহাটি,ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ,তিস্তা নদীর ভারত সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীদের কড়া পাহাড়ার খবর দিয়েছে এলাকাবাসী। এদিকে ভারতের ন্যায় বাংলাদেশের অংশের সীমান্তেও বিজিবি কড়া পাহাড়া সহ নজরদারি বৃদ্ধি করেছে। এদিকে ভারতেরপক্ষে সীমান্ত সিল করার চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী ৬ জুলাই একই দিনে ইদ ও রথযাত্রা। তাই এখন প্রশাসনকে অতি-সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেয়া হয়েছে। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির এক কর্মকর্তা বলেন ভারতের ন্যায় বাংলাদেশের অংশের সীমান্তে বিজিবি কড়া নজরদারি সহ টহল বৃদ্ধি করেছে। এ এলাকার পঞ্চগড়,ঠাকুরগাঁও,দিনাজপুর,কুড়িগ্রাম ও নীলফামারীর জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, বিজিবি এ বিষয়ে সর্তকাবস্থা গ্রহন করেছে বলে জানানো হয।
×